মুখবইয়ের কল্যাণে,
বন্ধু হই অনলাইনে
তোমায় চিনি গো চিনি…
হাতড়ে বেড়াই প্রোফাইলে…
চেনা যে হয় নাকো…
তোমার লক করা প্রোফাইলে…
বন্ধু যদি হতে চাও
লকড প্রোফাইলে?
চাবিখানা পাঠিয়ে দিও
তারহীন ইথারে।