মাঝে মাঝে আমার ইচ্ছে হয়...
সুনসান গভীর রাত্রির নিস্তব্ধতা ভেদ করে
তোমার কণ্ঠস্বর আমার হৃদয় ছুঁয়ে যাক!!
কালের পর্দা ছাপিয়ে অন্য রকম অনুরণনে
হৃদয়টা প্রকম্পিত হোক অদ্ভুত শিহরণে।
ভালোবাসা ব্যাপারটাই অন্যরকম --
যেন ব্যাখ্যাতীত অনুভূতি!!
ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে।
এমনকি তার শাসন ও
হ্যাঁ - এটা ঠিক...
শ্রদ্ধাবিহীন সম্পর্কে  থাকে না কিছুই।
না অনুভূতি,  না ভালোবাসা?
প্রতিনিয়ত একটা অপেক্ষা  থাকে...
থাকে তীব্র প্রতীক্ষা;
এক জোড়া চোখ...একটা কণ্ঠ
একটুখানি মুখে হাসি...
যেন ঝড় তুলে অন্তরে।
স্রোতের বিপরীতে সাঁতরে যেতে মন চায়;
যেন কোন হ্যামিলনের বাঁশি...
কোন অজানায় নিয়ে যেতে চায় আমায়।
আর অন্য দিকে বাস্তবতার চাবুকে
ক্ষতবিক্ষত হৃদয় শুনে যায়
ভালোবাসার উদাত্ত আহ্বান।
মনের লালিত স্বপ্নগুলো মাথা চাড়া দিয়ে উঠে...
তাই কর্ণকুহরে চলে প্রতীক্ষিত কন্ঠের প্রতিধ্বনি।
আমি কেবলি শুনি...
শুধু শুনে যাই-
উদ্বেলিত হৃদয়ে...
গভীর ভালোবাসায়।

Date : 25 February 2021; Thursday