মুখ বইয়ের পাতায় কিংবা মুঠোফোনের সাদা পর্দায়,
তোমাকেই খুঁজি চলছি দিবানিশি।
তুমি কেন বারবার চোখে ধুলো দিয়ে,
কোন সুদূরে আছ ইন্দ্রজালে জড়িয়ে।
অনেক বছর ধরে তোমাকে খুঁজে খুঁজে,
আজ আমি ক্লান্ত, শ্রান্ত প্রায়;
তবুও প্রতীক্ষার প্রহর গুনতে গিয়ে,
একটু অসহ্য মনে হয় না।
আশারা কখনো আমাকে অনুৎসাহিত করে না,
বরং বারবার বলে যায় কানে কানে;
ভালোবাসারা আছে বলেই শক্তি পায়,
হতাশায় ভেঙ্গে পড়া স্বপ্ন পাখির ডানা।
তোমার স্মৃতিগুলো আমার স্মৃতিপটে,
রংধনু রঙের স্বপ্ন আঁকে;
আজ কেন হায় সে মধু ক্ষন,
হৃদয়ে বেদনার রেখা টানে।
মাঝে মাঝে ভাবি কবিতার ইতি টেনে,
হারিয়ে যাই কোনো অজানায়;
তোমার সাথে চির-বিচ্ছেদের যন্ত্রনা এড়াতে,
কবিতাকে পারিনা চির বিদায় দিতে।
যার প্রানপাখি আটকে আছে এ কবিতায়,
যার মনের হাসি- খুশি জড়ানো এ কবিতা;
যে তার মন খারাপের সময়ে ডুব দেয় এ কবিতায়,
তার কাছ থেকে বলো কিভাবে দূরে থাকা যায়?

Date: 27 September, 2015