রাইটার্স ব্লক থেকে বেরিয়ে আসছি মনে হচ্ছে...
ভেবেছিলাম লিখালিখি আর করবো না।...
কিন্তু কবিতার সাথে যার সংসার,
কবিতা দিয়ে যার পরিচয়-
দূরে থাকি কি করে...?
লেখকের অভিমান থাকতে নেই।
পাঠকের অনুভূতিকে ছাঁচে ফেলে...
শব্দের গাঁথুনিতে ভাষা দিতে সবাই পারে না।
ভালোবাসে সবাই...
প্রকাশের ভাষা খুঁজে তারা কবির কাছে।
সবাই যদি সব পারতো!!
কবির কি ছিলো কোনো প্রয়োজন?
তাহলে চারপাশে এতো কবি কেনো?
কবির কথায় ধার আছে-
প্রেমিক হৃদয়ে সে দাগ কেটে যায়
আপন মহিমায়।।
খুঁজতে যেও না প্রেম কবির হৃদয়ে...
খুঁজতে যেও না ব্যথা কবির হৃদয়ে..
যদি পারো খুঁজে দেখো অন্তরে-
কবি তোমার হয়ে বলছে নাতো !!!
যা তোমার ঠোঁটে এসে ফিরে যাচ্ছে
না বলতে পারার ব্যর্থতায়।

Date : 10 February 2021; Wednesday