তোমায় যখন খুঁজি আমি, আকাশের ঐ নীলে;
মনের কথা সেজে বসে, ছন্দের অন্ত্য মিলে।
যতই চাই একটু কষে, পরাণটারে রুখি;
শব্দরা ছন্দ হয়ে, লেখায় দেয় উঁকি।
অনুভূতির ভীড়ে ক্ষুব্ধ, আমার মনের পাতা;
বাধ্য হয় খুলে নিলাম, আমার খেরো খাতা।