জীবন যখন জীবিকার সন্ধানে---
জীবিকা যেখানে মূখ্য জীবনযাপনের তরে,
দেখছো না তাই--- তুমি আমি কত দূরে;
হৃদয়ে পাতিয়া কান, শুনি তার আহ্বান।
বেঁচে থাকার তীব্র আকুতি...
কখনো অনেক অপ্রাপ্তবয়স্ককে দাঁড় করিয়ে দেয়,
প্রাপ্তবয়স্কদের কাতারে।
জানি না তারা... জীবনের মানে বুঝে কিনা!!
প্রচন্ড দায়িত্ববোধ ও পেটের দায় কাজ করে তাদের মধ্যে।
সময়ের প্রয়োজনে তারা লড়ে বাস্তবতার সাথে।
সে বাবার কথাই না হয় বলি..
যার সন্তান বাবা বাবা করে কচি দুটো হাতে
সকালবেলা জড়িয়ে ধরে,
তার কি মন চায় তাকে ফেলে বেরিয়ে পড়তে!!
না.... কিন্তু সে সন্তানের ভবিষ্যৎ সাজাতে তাকে বেরুতে হয়।
কর্মজীবী মায়ের কথা তো আর নাই বা বললাম।
রাস্তার পাশে জীবিকার টানে ছুটে চলা মানুষের লাইন দেখে ভাবি,
এটা আছে বলেই হয়তো জীবন এতো বৈচিত্র্যময়।
তাই ছুটে চলি, ছুটে মরি;
এভাবেই কাটছে জীবন, জীবনের নিয়মে।
Anurupa Dev