আমাদের চেনা শহরের দিনগুলো, মায়াবী সন্ধ্যা সকল...
স্বপ্নের মতো স্মৃতির রোমন্থনে...
উদাসী চোখ যেন খুঁজে যায়...
ঐ সেই মুখ।
অচেনা এ শহরে... সবুজের সমারোহে;
রঙিন ফুলের হাসিতে... মনের করিডোরে;
হৃদয়ের বাতায়নে এঁকে যায় অপেক্ষার আলপনা।
যুথবদ্ধ চাপের দুঃস্বপ্নের রাতে...
হাত বাড়িয়ে পাওয়া তোমাকে....
ঘুম ঘোরে ভয়ার্ত গলার তেষ্টা মিঠাতে...
কপালের ওপর মায়াময় স্পর্শখানিতে;
শুধু তোমার অনুপস্থিতি,,,
কাঁদায় বিরহে, হাসায় আশাতে;
মিলবো ক্ষণিক পরে।
আমি তোমার চোখে খুঁজতে চেয়েছি ঐ দুরত্বের গভীরতা,
আমি তোমার কন্ঠে বুঝতে চেয়েছি অনুভূতির তীব্রতা;
আমি শুনেছি সেথায়, আমি দেখেছি সেথায় ;
আমি-হীন তুমিকে... তুমি-হীন আমাকে!
যাদের কেন্দ্র করে আমাদের অতীতের সিম্ফনি বয়ে যায়।
05 June, 2017; 8PM