ভালোবাসারা মনে আকুপাকু করে...
হৃদয়ের অনুভূতিরা টেলিপ্যাথির দ্বারা দুরত্ব ঘুচাতে চায়।
অন্তহীন আশাগুলো অভিমান হয়ে ঝরে পড়ে;
প্রাপ্তির আনন্দে প্রত্যাশায় বাঁধে বুক।
যে বুকে তার প্রিয়াটি খুঁজে ফিরে সুখ।
দূর থেকে প্রশ্ন করে, কেমন আছো তুমি?
উত্তরে থাকে প্রশ্ন, তোমাকে ছাড়া কি ভালো থাকা যায়?
মুঠোফোনে জানায় আবদার, কতদিন তোমায় দেখি না....
একটা সেলফি তুলে পাঠাও না গো।
অতি প্রতীক্ষিত বিরক্তি --- মরছি জ্বালায়, তুলবো সেলফি।
আসলে মনে মনে খুবই খুশি।
ঐ প্রান্তে সেলফির প্রত্যাশায় বসে, রেখেছে নেট অন।
ওদিকে কিভাবে তুলবে সেলফি ভাবছে অন্যজন।
চেহারা যেন কেমন হয়ে গেছে,
এ সেলফি পাঠালে নির্ঘাত পড়ে যাবে ধরা;
করেছে এতদিন খাওয়ায় অবহেলা।
এভাবে সাত পাঁচ কত কিছু ভেবে, পাঠিয়ে দেয় তার মুখচ্ছবি।
এভাবে চলে যায় সময়; কত বাক্যালাপ,
ভালোবাসা বুঝি এমনি হয়,হৃদয়ের প্রলাপ।

1 April, 2017; 11.15PM