ক্লান্তি আছে অপেক্ষায়, বিরক্তিও আছে;
সবই যায় অনেক দুরে,থাকো যখন পাশে।
ভালোবাসা আর প্রেমে তফাৎ যদিও খানিক;
বেড়ে যায় তীব্রতা তার, বিরহ থাকলে ক্ষণিক।
যে তুমি স্বপ্ন জুড়ে, যে তুমি আঁখি পটে;
স্পন্দন হয়ে বিরাজ সে তুমি হৃদয়তটে।
ভালোবাসায় অপেক্ষা বড়ই বেমানান;
প্রতীক্ষায় কাটুক সময়গুলো,জুড়ুক পরান।
যতটা দুরে আছি, তার চেয়েও কাছে;
সে নিয়ে সন্দেহ যদি থাকে পাছে;
বুকের বামপাশে হাতখানি রেখে;
অনুভব করে নিই তুমি কত কাছে।
বিরক্তি ও ক্লান্তি এসে ভর করে যখনি;
এক ফাকে দেখে নিই তব মুখখানি।
তুমিময় ভুবনে ভুলি আপনারে;
যেখানে যেভাবে থাকি, সর্বদা মনে পড়ে।