বিভিন্ন মতের মানসিকতার
শতোর্ধ সেনার সম্প্রীতির বন্ধন;
এর আরেক নাম...
দুর্নিবার-৩২।

এ যেন এক প্রাণের মেলা,
শিউলি ফুল কুড়োনোর উৎসবের মতো;
স্মৃতি কুড়োনোর মওসুম।
হাসি-কান্না, মান-অভিমানে,
বেলা কাটানোর উদাস দুপুর;
তুমি দুর্নিবার।

তন্দ্রাচ্ছন্ন দুপুর কিংবা সোনালি বিকেল;
স্নিগ্ধ সকালে কুয়াশার চাঁদরে মোড়া
এক টুকরো স্বপ্ন।
দুর্নিবার-৩২

তুমি একটা স্লোগান...
"রাজস্ব আদায়ের অতন্দ্র প্রহরী"
তুমি ভ্রাতৃত্ববোধে-আন্তরিকতায় মোড়ানো
এক নির্ভরতার হাত।
দুর্নিবার-৩২

তুমি দীপ্ত শপথে দৃঢ় তারুণ্যের জয়গান;
তুমি ফোটাবে ঊষার আলো,
করবে অন্ধকারের অবসান।
তুমি দুর্নিবার।

কাছে কিংবা দূরে...
হৃদয়ের অতল গহীনে...
স্বতন্ত্র কিন্তু আন্তরিকতার সুতোয় গাঁথা রবে
এসব তরুণ সেনা।
দুর্নিবার-৩২

থাকুক চিরজাগরুক ও চির অমলিন
সবার হৃদয়ে...
একটা সুন্দর স্মৃতি হয়ে।
দুর্নিবার-৩২

এক প্রবল প্রাণশক্তি,
ন্যায় ও সম্প্রীতির জয়বার্তা
তুমি দুর্নিবার-৩২

(৩২তম বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য লেখা)