তোমার চোখের দুকূল ছাপায়
মায়া নদীর জলে...
নীরব ওই চোখের ভাষায়
তুমি কত কথা বলো!
আমি শব্দ খুঁজি, ভাষা খুঁজি
প্রকাশিতে অনুভূতি;
আবেগের জোয়ারে হারিয়ে যায়
সহজাত স্বীকারোক্তি।
ভাবনায় কত শত কথার ফুলঝুরি নিয়ে
হাতটা রাখি হাতে...
সব কথা রয় অব্যক্ত...
কণ্ঠ হয় আড়ষ্ট --
ভুলে যাই নিমিষেই...
এ জন্যই কি লোকে বলে...
যা বলা হয়ে ওঠে নি তার মাঝেই
লুকানো আছে গভীর প্রেম।
এর চেয়ে ভালো হতো...
যদি কবি হতাম-
অন্তত মনের কথাগুলো ব্যক্ত করতে পারতাম!!
হৃদয়ের তীব্র আকুতি গুলো শব্দ দিয়ে...
অনুভূতির গাঁথুনিতে দিয়ে দিতাম ভাষা!!
তুমি না বুঝতে পারলেও কেউ তো বুঝতো
এ প্রেমিকের অন্তরের আকুতি!!
জানো কি তোমার মনের দোরগোড়ায়
সমুদ্রের ঢেউ এর মতো আমার অনুভূতিগুলো
কত জোরে আছড়ে পড়ে?
হয়তো জানো না!
হয়তো জানতে চাও না-
কিন্তু আমার সকল কিছু জুড়ে
তুমি আর তুমি...
সে তুমি আমায় ভালোবাসলেও -
কিংবা অবহেলায় দূরে সরিয়ে রাখলে।
ভালোবাসা এমনি হয়...
আর সেই ভালোবাসা তোমার  জন্য।


Date: 07 February, 2021