প্রভাতের প্রাক্বালে সখা আমার,
কৌতূহলী নয়নে প্রশ্ন নিয়ে হাজির;
“হে কবি! নীরব কেন-ফাগুন যে এসেছে ধরায়"
হঠাৎ নিমীর্লিত আঁখি তুলে জবাবে বললাম....
বসন্ত এসেছে বুঝি...
জানালো কি প্রভাতের দখিনা বাতাস..?
প্রাণের আকুতি মনের মাঝে...
অনুভূতিরা আজ বাসন্তী সাজে..
আমি কি পারি ফেরাতে তারে;
রয়েছে হৃদয় জড়িয়ে যারে।
তুমি কি হে সখা, এসেছো কাছে,
কোন সে সুখের পয়গাম নিয়ে?
আমি তো এসেছি ধরায় বসন্ত কালে,
পরেছি জয়টিকা আমারি মধ্য ভালে।
ফুলের বনেতে ভ্রমর গুঞ্জরে,
আলতো বাঁধনে বেঁধে মনটারে;
আপনার ঐ উতলা হৃদয়ে,
লেগেছে আনন্দের শিহরন।
বললাম সখা, জানো কি তুমি?
তুমি পাশে থাকলে চির বসন্ত আমার;
থাকে না হৃদয়ে শীতের হাহাকার
হই না একটুও রুক্ষ আমি।
যদি দাও বচন, পাশে থাকিবার;
আনিব সাহারার বুকে শীতল পারাবার।

Date: 13 February, 2016