বসন্ত কালে এ ধরায়
আমার আগমন...
তাই বলে ভেবো না...
আমি বসন্তের কোকিল!
আমি ছিলাম-
ঐ আঁখি নীরে,
তোমার ঠোঁটের কোনে
অস্ফুট হাসিতে...
আমি আছি-
তোমার খুব কাছেই.
ঘুমের ঘোরে
হাত বাড়ানো হাতে ভরসা দিতে...
আমি থাকবো-
জীবনের ঐ অমসৃণ পথে
চলার সঙ্গী হতে...
শুধু তুমি-
ভালোবাসার সিঞ্চনে
সজীব রেখো হৃদয় উদ্যান।
Date: 15 February, 2018