আমার ভালো লাগা ও বিশ্বাস জুড়ে আছো,
আছো আমার সমস্ত অনুভূতি জুড়ে;
লজ্জারাঙ্গা মুখের লালিমায় কিংবা,
চোখের কোল ভেদ করা অশ্রুজলে।
আছো কপালের ভাঁজের ঐ চিন্তারেখায়,
সারাক্ষণ জুড়ে থাকা মৌনতায়;
উদাসী চোখের নির্বাক ভাষায়,
কিংবা প্রেয়সী হৃদয়ের উষ্ণতায়।
যৌবনের ঐ তেজোদীপ্ত ক্ষণে,
কবেকার সেই হৃদয় গহীনে;
খুঁজেছি তোমায়.. চেয়েছি তোমায়,
সমগ্র অস্তিত্বে.. মোর ভাবনায়।
প্রাপ্তির পরেও প্রতিদিনের নব প্রাপ্তি,
হৃদয়ে জাগায় যেন স্বস্তি;
আমি কি আমারে ভুলে বার বার,
ছুটেছি নিমিষেই তব পারাবার?
জানি ঐ হৃদয় গহীনে আমার অস্তিত্ব,
বিস্তৃত নয়, হয়তো অতি অল্প;
তবুও যে সে ভালোবাসার নেই বিকল্প,
হবো না নিঃস্ব.. জেনে যাক বিশ্ব।

Date: 17 November 2015