মর্ত্যে এসেছে শারদ লক্ষী,
অঞ্চল ভরা সমৃদ্ধি;
আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে,
বিজয়া দশমীতে নেয় বিদায়।
মাগো, তোমার কৃপাতে এ ধরাধামে,
জন্ম নিয়েছি আমি;
ইচ্ছে তোমার আমায় নিয়ে,
পূর্ণ করো মা অন্তর্যামী।
বিজয়ার দিনে বর মাগি মাগো,
সুখে রেখো সকলেরে;
ভুল-ত্রুটি গুলো অদেখা করে,
ক্ষমা করো তোমার সন্তানেরে।
শারদলক্ষী, মহিমাময়ী, চিন্ময়ী মা তুমি,
অপর্ণা, অভয়া, মাতঙ্গী-মহেশ জায়া;
মহেশ্বরী, মহামায়া, অন্নপূর্ণা, উমা,
সবাকারে করো কৃপা করিয়ো ক্ষমা।