কর্মব্যস্ত সময়ের ঝাঁপি থেকে
হাত ডুবিয়ে তুলে নিয়ে কিছুক্ষণ;
আপনারে উপভোগের করি যেন
শত আয়োজন।
তবু হায় শব্দ দূষনের এ নগরীতে
হৃদয়ের কাছাকাছি পৌছে ক'জনা।
মাতৃসম হৃদয় তাঁর, মধ্যমনি সে
সহোদরাসম ভালোবাসায় বেষ্টিত।
সংযমের এই পূণ্যলগ্নে মিলি একত্রে
প্রেম-প্রীতির আদান প্রদানে;
এই সেই ক্ষণ, হবে কোনদিন স্মৃতি,
বাঁধা পড়ে রবো অতীতের কোনো ফ্রেমে।
আজকের এ মুহূর্ত হোক চির অমলিন;
সবার জীবন হোক স্বপ্ন রঙিন।

Date- 9 June, 2018