অতি যত্নে অল্প অল্প করে হৃদয় খুড়ে,
যে বেদনা জাগিয়েছো মনে;
জানি না! হয়তো এ অনুভূতি বিষাদে,
রয়ে যাবে হৃদয়ে গোপনে।
যারে ভালোবেসে দু' বাহু জড়িয়ে,
নিয়েছো আপন করে;
ঠিক তারে দুমড়ে মুচড়ে,
দিয়েছো ক্ষত হৃদয়ে।
বেদনার আড়ালে মুখে রেখে হাসি,
বাজাচ্ছে হয়তো সে নাগিনীর বাঁশি;
তুমি তারে দহে অনলে,
শ্রান্তি দাও শ্রাবণের জলে।
বুকের বামপাশে সে চিনচিনে ব্যথা,
ছাপিয়ে যায় তার শত ব্যস্ততা ;
তীব্র বিরহের যাতনা যে কিসে,
বুঝা যায় তার হাঁসেপাশে।
শত কাজের মাঝেও যেন,
বিরাজে গভীর শুণ্যতা;
ছটফট করে দমবন্ধ শ্বাসে,
কাকে বুঝাবে সে ব্যথা।
আমি ছোট কবি শব্দ- উপমায়,
এঁকেছি তার অনুভূতি;
ক্ষমা করো মোরে সে ভুলের তরে,
যেটা করেছি বিনা অনুমতি।

Date: 01 October, 2015