শৈশবের সে কত কাছের মা টি-
আজ বৃদ্ধাশ্রমে পড়ে রয়…
দেখে ও না দেখে কেউ;
দিন কাটে ব্যস্ততায়…
নেই তো যোগাযোগ,
অন্তরেতে নেই আবেগের ঢেউ।।
জানতেম যদি বড় হলে-
দুরের হয়ে যাবে!
মায়ের বাহুডোরে…
ভালোবাসার অদৃশ্য ইথারে;
বেঁধে যেন রাখতাম তারে-
বড় হতে দিতুম না রে।।