আমার অনুভূতিগুলো
প্রতিদিন প্রতিক্ষনে আছড়ে পড়ে
আমার বাস্তবমূর্তির পদতলে।
কঠিন তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে
আমার হৃদয় অসহায়ের মতো
বারবার আবেগের পাগলা ঘোড়ার
লাগাম পরাতে চায়। কিন্তু ব্যর্থ হয়।
বাস্তব পৃথিবীর কাঠিন্য ধীরে ধীরে
গুঁড়িয়ে দিয়েছে আমার স্বপ্নের ভুবন,
যেখানে আমি স্বপ্নঘুড়ির নাটাই হাতে
ঘুরে বেড়াতাম দিনে রাতে।
অসহায়ত্ব তার তীব্র থাবা নিয়ে
অত্যন্ত তৎপর।
আজও আমি আছি।
কিন্তু সেই আমিটা কই?
ডিসেম্বর ১৭, ২০১২