এক নিপাট কাটখোট্টা মেয়েকে
অনুভূতির সাত রঙ দেখাতে চেয়েছিলো কেউ!
পুরোপুরি সফল না হলেও একটা কাজ সে
করে ফেলেছিলো অনায়াসে...
মেয়েটিকে হাসতে শিখিয়েছে...
অনুভব করতে শিখিয়েছে....
সত্যিকারের হাসি অনুভব করতে পারলে
হৃদয় সমুদ্রে কত টুকু তরঙ্গ খেলা করে?
মেয়েটি হাসতে শিখেছিলো ঠিকই...
প্রতিদান সে  দিতে পারে নি।
হারিয়ে ফেলেছে  তাকে অবলীলায় জীবন থেকে।
দুষ্ট কালচক্রে মেয়েটি আবার হাসতে ভুলে গেছে...
বৈষয়িক পৃথিবীর গ্যাঁড়াকলে হাসি অনুভব করে না।
ঠিক সে সময় একটু প্রশান্তির হাওয়া নিয়ে
এলে তুমি তার জীবনে...
সীমান্তে মাটির গভীরে পড়ে থাকা মাইনের মতো
তার হৃদয়ও ছিলো নিশ্চুপ,  নির্বিকার।
তুমি এসে পা রাখলে হঠাৎ ---
যেন এক নিমিষেই উলট পালট হয়ে গেলো সবি।
পাথরের বুকে এলো স্পন্দন -
অনুভূতিগুলো প্রাণ পেলো
চারপাশের সবিই যেন ভরে উঠলো
এক অনন্য ভালো লাগায়।
মেয়েটি হাসছে...
কিন্তু সব হাসি তার মুখে ফুটে উঠছে না!
চোখের কোনে ভয় মিশ্রিত আবেগ খেলছে-
'হারিয়ে ফেলবে না তো!'
সে তো হাসতে চায়---
তীব্র ভাবে অনুভব করতে চায় তার হাসি-
যে হাসি হৃদয় সমুদ্রে তরঙ্গ দিয়ে আনে
ভালোবাসার জোয়ার।
কিন্তু ভয় তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত...
হারাবার ভয়।

Date : 27 February 2021; Saturday