হয়তো চম্‌কাবে তুমি,
আবার অপলক নয়নে তাকাবে,
বার বার আমারি পানে;
হয়তো করবে মনে,
স্মৃতির গহীনে,
প্রথম দেখা আমারি সনে।