লোকে বলে,
উঁচু-তে নাকি নিচু খাটেনা,
জাত ছাড়া নাকি জাত আঁটেনা
রক্তের কথা বড্ড অচল,
মনের নাকি জাত রোচেনা।
তাই বন্ধ চোখে পিছে পিছে,
মানুষ চলে জাতের নিচে..
শিক্ষা না হয় পড়েই থাকুক,
তবে জল দেওয়া চাই জাতের বীজে।
তবে একটি কথা শোনো হে ভাই,
জাতের আছে পাতের লড়াই..
পাত যদি হয় সোনায় ঠাসা,
তবেই টেকে জাতের দোহাই।