সদ্যাজাত কলিজার ধন কোলে তুলে
কত আশা স্বপ্ন মায়ের দু'চোখ জুড়ে
তার বিগত কষ্টে স্বপ্ন হারায় বড়
শিশুটি যে বসতে পারে না,বলে না অ
ডানে-বাঁয়ে ঘুরতে পারে না,শুধু কাঁদে
শক্ত কিছু খেতে পারে না,অসহায়ত্ব
সে শিশুটি মুখে মায়ের দুধের বোঁটা
জীবন শরাব নিয়ে প্রতি ফোঁটা ফোঁটা।।

দেহ-মনে শক্তি বাড়ায়,অসীম মন
অসীম আদর ভালোবাসায় মানিক
এক সাগর আনন্দ তাঁর দুঃখ ভুলে
কোলে তুলে নেয় তাঁর বক্ষ জুড়ে কত
কত রাত নির্ঘুম প্রসূতির নয়ন
মায়ের চোখে স্বপ্ন হল নিবীড় সুখ।।