হঠাৎ এক বিকেলে দেখা হল
তোমার সাথে আমার,
আকাশে তখন ঝিরি-ঝিরি বৃষ্টি
মনেতে যেন এক সমীরণের সৃষ্টি।
আমি এসে বসলাম, তোমার পাশে
চুপিচুপি দেখিলাম এক ঝলক তোমাকে।
তুমি তাকিয়েছিলে আমার দিকে
লজ্জার সরিয়ে নিলাম চোখ দুটোকে
মনে হল আকাশের সপ্তম তারা
কী যেন বলছে আমাকে?
সেই দিন প্রথম আকাশের সাথে
কথা হয় আমার!
তুমি আর আকাশ ছিলে আমার রনে
এক আকাশ ময় পূর্ণ শশীতে।
এক রাশ তারার মাঝে,
মিলন হল আমাদের।।
হঠাৎ এক পাগলা হাওয়ার
ভেসে গেলাম আমরা!
হঠাৎ এক মেঘবালিকা
এসে আলাদা করে দিল
তোমাই-আমাই
সেই দিন থেকে আর আকাশ দেখি না
দেখি না আর,চাঁদের হাসি
দেখি না,তারার খেলা!
শুধু থাকি একা
পূর্ণ মিলনের অপেক্ষায়।