মানুষ,তোমার আর কী প্রয়োজন?
করলে তো কত সহস্র আয়োজন।
তারপরও কেন অস্থির এ চিত্ত,
তোমার আর কী প্রয়োজন?
তুমি তো অস্থির রেখেছ মহাশূন্যর মত মহা ক্ষুধা।
যখন ছিলে বনে- প্রকৃতির কাছে,ছিলে অসহায়-
খাদ্যে,অাশ্রয়ে,নিরাপত্তায়।
জয়ও করলে অনেক কিছু,নিজের বুদ্ধিমত্তায়-
হাজার বছর কেটেছে শুধু খাওয়া আর শুহায়,
পাথর থেকে আগুনে এলে,আগুন থেকে লোহার পাঁজরে-
নিজেও তুমি লোহা হলে মনের অভ্যন্তরে।
যুদ্ধে যুদ্ধে জায়গা দখল, প্রকাশের অহম-
কোটি প্রানের মৃত্য হলো,হলো কত জখম।
নিপীড়িতদের বুকের কান্নায়,বির্দীন হয়েছে কত জন
তাদের ভাবনায় তন্ত্র এলো,প্রতিষ্ঠায় সুশাসন।
তন্ত্র হলো মন্ত্র গেলো ভেসে দাপটের বন্যায়
মানুষ হয়ে মানুষের প্রতি করতে শত অন্যায়।
তাঁবু থেকে এলো মহল, মহল দিলো মনে অনল
অনল শমনে এলো বিলাস রাজকীয় শব্দ-
দেহের বিলাস মনের বিলাস অব্দের পর অব্দ।
শিক্ষা-দীক্ষায়,জ্ঞান-বিজ্ঞানে করেছো কতে পূর্ন
মনোরঞ্জনে গড়োছো শিল্প,তৈরী করছো কত পর্নো
মনে কি তবুও শান্তি এসেছে বাস করে স্বর্ন - মহল?
করছো জয় -পৃথিবী,চাঁদ,আর তারকামন্ডল
পরোনি শুধু জয় করতে মানুষের মনজঙ্গল
দিগ্বিজয়ী হতে পারো, নক্ষত্ররাজী ঘুরতে পারো-
মরনের পর ফিরতে পারো না,
তোমার দায় কাঁধে না নিলে
মোহমুক্ত না হলে পরে
শান্তির মত মহামূল্য ধন
আসে কী করে?