আমি ভালোবাসায় প্রিয়তমা হয়ে
বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে,
আমি অাঁধারে তোমার পথ চেয়ে
বসেছিলাম,ভূজে আলো নিয়ে।।
কত দিবস,কত রজনী, পার করেছি
তোমার অপেক্ষায়:
আজও ভাবতে অবাক লাগে আমি
তোমাকে ভালবেসেছিলাম।।
আজও আমি একা,কিন্তুু দুর্বল নই
আজ আমি সুখে সুখী নই;
দুঃখে পরাজিত নই;
আমি মানিনাকো ললাটের লিখন
মানিনাকো বিধির বিধান।
আজ আমি সদনে আটকা থাকা
সেই সীমন্তনী নয়;
আজ আমি হিমাংশু, বালকি,গ্রহ, তারার মত
এক উজ্জ্বল নক্ষত্র ;
আজ আমি অচিরপ্রভা
আজ আমি তোয়াধি
আজ আমি হেম সমান তুল্য
আজ আমি কঠিন।।
আমি জ্বলে ভিজি না;
বাতাসে শুকায় না;
হুতাশনে পুড়ি না;
আজ আমি মহাপ্রয়ানকে ভয় পাই না।।
আজ আমি জটাযুক্ত ;
আজ আমি সপ্রতিভ ;
আমি আর ভালোবাসা চাই না!
আজ আমি শুধু নিজের অভিপ্রায়কে নিয়ে ভাবি!
আজ শুধু নিজেকে ভালবাসি।
আজ আমি নিজের সুখ-শান্তি নিয়ে ভাবি
আজ আমি তোমার নই
শুধু নিজের!!!!