বহুতলভবন ধস-এক মৃত্যুপুরী!
অগনিত মানুষের আর্ত চিৎকার
স্বজনের বিলাপ,কম্পমান বাংলার আকাশ
ইথারে যুক্ত-কোটি কোটি দগ্ধ চোখ
নির্বাক দৃষ্টি লাশের শুমারিতে
পৃথিবী কেন্দ্রভূত-প্রতিটি প্রানের উপর আরোপিত মৃত্তিকা!
দুঃসাহসী উদ্ধারকারী-যাচ্ছে মৃত্যুকূপে
তুলে আনতে অমূল্য প্রান,
কখনো উদ্ধারকারী নিজেই লাশের কাতারে অস্নান।
একটি লাশ,তার পরাজয়
একটি জীবন,তার বীরত্ব।
লম্বা হচ্ছে লাশের সারি,ব্যস্ত হসপিটাল
ডুবছে স্বজন হতাশায়,বিমর্ষ উদ্ধারকর্মী
ক্যালেন্ডারের পাতার সপ্তদশ দিন,নিভছে আশার আলো!
আনুষ্ঠানিকতা সমাপ্তির পথে
হঠাৎ নারীর দুর্বল কন্ঠ-'আমাকে বাঁ....চা....ন!'
নেচে উঠলো সাভার,জেগে উঠলো বাংলাদেশ
বীরদর্পে নবম পদাতিক ডিভিশন
সকল মৃত্যু একটি জীবনে
মৃত্যুর উপত্যকায় মৃত্যুর মিছিলে
হাজারও মৃত্যু -শোক পেছনে ফেলে
একটি প্রান জীবনের মহিমায়
কেমন এগিয়ে গেল!
জীবন মহা মূল্যবান অজেয় ও অস্নান!!!