মৃত্যুর সাথে একবার আমার কথা হলে-শিশুদের মত প্রশ্ন করি মৃত্যু, তোমাকে সবাই ভয় পাই কেন?
তোমার চোখ দু'টো কি ইয়া বড়,লাল?
তোমার কি শত শত হাত পা? কেমন ওগুলো?খুব কি বরফ ঠান্ডা?
তুুমি দেখতে কেমন?চুলগুলো কি সজারুর মত তীক্ষ্ণ খাড়া? আচ্ছা,নখ আছে?ওগুলো কি দাঁতের মত?
আর দাঁতগুলো?ওগুলো রঙ লাল,না নীল?
আর, তোমার সারা শরীরে কি চমরী গাইয়ের মত লম্বা চুল?চামড়াটা কি খুব ঢলঢলে?
তুমি কত উঁচু,আকাশের মত?চওড়া কি পাহাড়ের সমান?তুমি না কি পৃথিবী নিংড়ে সব পানি বের করে দিতে পারো?আচ্ছা এত প্রশ্ন করছি উওর দাও না কেন?তুমি কি বোবা?
-কী উওর দেব! আমি তো ঠিক তেমন
তোমার মনে প্রশ্ন জাগে যেমন।
-তুমি থাকো কোথায়?
কেন!তোমার দেহে,মনে!
-মনে!!!!!