কালের দিকে তাকিয়ে দেখি
জলকেলিরত অসংখ্য গোন্ডফিস
ফুলের দিকে তাকিয়ে দেখি
বৃষ্টিধারার মত সুন্দরতম ফুল।
পরীক্ষাগৃহে বসে থাকা ছেলেটির চোখে অনিশ্চয়তার ডামাডেলি।
সপ্ন সিগ্ধতার, অসীম সাহসিকতাপূর্ণ সংবাদ নিয়ে পুষ্পসংগ্রহ হাতে, ফিরল গৃহকোণে।
নিশ্চিত হাসি হেসে বলর জয়ের গল্প।।।