চেয়েছিলাম আকাশ ছুঁতে
স্বপ্ন গুলোকে মুক্ত হাতে ধরতে
ভালাবাসার অসীম সুরে
তোমার ভালবাসতে।।
দুঃখ, কষ্ট, যন্ত্রনা ময় জীবনপথে
স্বপ্ন গুলোকে পূরন করতে পারি নিই।।
জানি না জীবনপথে কোন অজানা পথে
স্বপ্ন গুলোকে বাস্তবে রুপান্তর করা যাবে কিনা।।
জানি না তোমার হাত দুটি মুক্ত আকাশের মত
কখনও বাড়িয়ে দিবে কিনা আমার কাছে।।
জানি না কখনও ভালবাসার প্রিয়তম হয়ে
আমার স্বপ্ন পূরনের দায়িত্ব নিবে কিনা।।
সব অজানা প্রশ্নের, উওর জানার অপেক্ষার
তোমার ভালাবাসা প্রাপ্তির , অপেক্ষার
বসে থাকব সারা জীবন, জানি একদিন
স্বপ্ন গুলো বাস্তবে রুপ দিবে,
জানি একদিন তুমি বলবে,
আমার ভালবাসবে,
আমার স্বপ্ন গুলোকে,
তোমার করে নিয়ে,
আমার রাঙিয়ে তুলবে।।।