হায়রে মন,
কত রং তোর আসমানে।
তোর আকাশের মাঝে সবুজ বৃক্ষ নীল সাগর
ধু- ধু মরুভূমি, আর পাথর - পাহাড় মাঝে
কত সহস্র রঙ
কত রঙের কীট পতঙ্গ
পশু -পাখি জন্তু -জানোয়ার!
মনি- মানিক্য খনিতে ভরা
পানিতে কত রঙের মাছ
কত রঙের সাজ- ভিতরে বাহিরে!
তোর ভিতরে আগুন বাহিরে এনে
দাবানলে পোড়াও নিরীহ সবুজ, অবুঝ পশু
কার ক্ষমতা এত সকল আবিষ্কারের।
আমি অজ্ঞের চোখে দেখি
আর বিস্ময়ে অভিভূত হই
স্রষ্টার ক্ষমতায় নত মস্তক
ছোঁয়াই পদতলে!