এত বড় বাংলাদেশ
মানুষ কোথায়!
পাকস্থলি,মগজ
ফুসফুস,ক্যান্সার
কেড়ে নিল প্রান।
সবই তো মানুষ
দুই পায়েই হাঁটে
রাগে হিংসায় ফাটে
টাকার নেশায় বেহুঁশ
মুখে নেতা বসু
ভেতরে বসা পশু
মন কোথায়!
বাড়ি গাড়ি সারি সারি
বড় বড় ইন্ডাস্ট্রি
স্বভাবে সব অমানুষ
শান্তি কোথায়!