# বিবেক #

আমার মনের ঘরের উঠোন’টায় তোমার বাস,
কেউ পায়না টের তোমার,মনেই করি তোমার চাষ।

একদিন একলা দুপুর, মনটা যখন রিক্ত মনা,
মজার কথা মনে করেও, যখন মুখে নেই হাসির কণা,
তখনই হঠাৎ তুমি এলে,উঠোন পেরিয়ে বসার ঘরে,
মনের ঘরে আলো জ্বললো, মনের কালো গেলো সরে।
মনের উঠোন পেরিয়ে,এসে এমনি ছিলো তোমার আসা,
ধুলো পড়া তোমার স্মৃতি, চাঙ্গা হোলো, পেলো ভাষা।

কতো রাতে ঘুম আসেনা, ঝাপসা চোখে তোমায় খুঁজি,
পাইনা তোমার আশে পাশে,শেষে তাই চোখটা বুজি।
আবার আসো ঠিক দুপুরে, একলা ঘরে আমি যখন,
কবিতায় ডুবে আছি, তুমি এলে আবার তখন।
সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সকল ব্যাখ্যা তুমিই করো,
আমার মনের কোনের ঘরেও, সবুজ বাতি তুমিই ধরো।
সবাই বলে, তুমিই বিবেক, তুমিই মনে থাকো,
সঠিক পথের হদিস, তুমিই খুঁজে রাখো।
বিবেকহীন মানুষ যখন, তোমায় ছেড়ে যায়,
তুমিও তাকে ছেড়ে দিয়ে, চলো পায়ে পায়।
আবার হয়তো জাগবে তুমি সেই মানুষের মনে,
তোমার আলোয় মনুষত্ব জাগবে ভূবনে।।