ভার্চুয়াল লাভ/অনুরাধা চক্রবর্ত্তী

আমরা দুজন দুজনকেই,
ভীষণ ভালবাসছি।
ভালোবাসার গভীর নেশায়,
দূরে থেকেও ভাসছি।

আমরা দুজন দুজনকেই
ভীষণ ভালবাসছি
চাঁদের আলোয় হাত পুড়ে যায়
এত কেয়ার করছি।
ইনবক্সের এসএমএস
মনের ঘরে পুষছি,
দুঃখ আর যন্ত্রণাকে দূরে ঠেলে,
খুশির স্রোতে ভাসছি।

আমরা দুজন দুজনকেই
ভীষণ মিস করছি।
ভার্চুয়াল এই প্রেমের মাঝে,
এসএমএসে ভাসছি।
দূরে থেকেও এসএমএস এ
সংসারটা করছি,
আমরা দুজন দুজনকে
ভীষণ ভালোবাসছি।

স্পর্শহীন এই ভালোবাসা
সাজিয়ে রাখি বুকে,
ইনবক্সের সংসারে'তে
বেঁচে থাকি সুখে।
আমরা দুজন দুজনকে
ভীষণ ভালোবাসছি,
দূরে থেকেও ভালোবেসে
সংসার টা করছি।।