ভাঙা গড়া/  (অনুরাধা চক্রবর্ত্তী)

ভাঙছো আমায়, গড়ছ আমায়, ক্ষণে ক্ষণে তুমি,
পাথর সম ভাঙছো আমায়, নইতো প্লাবন ভূমি।
আর কতকাল ভাঙবে বলো, গড়বে কতবার ?
ভাঙছো আমায় অহরহ ,গড়ছো শতবার ।

তোমার হাতের পুতুল আমি,আমায় নিয়ে খেলা,
এমনি করেই হে দেবতা!  যায় যে চলে বেলা।
আমায় শেখাও কতো পাঠ,আমায় ভেঙে দিয়ে,
আমার হৃদয় তোমার গৃহ, সুর’তো তোমায় নিয়ে।

এমনি করেই জীবন ফুরায়, এমনি করেই পাঠ,
হে দেবতা! এই পৃথিবী তোমার খেলার মাঠ।
শক্ত করে গড় আমায়, গড় এমন করে,
দুঃখ গুলো পালায় যেন, শুষ্ক পত্র ঝরে।।