# ভালবাসার অসুখ #
ভালোবাসার অসুখ ভালো, তোমার কাছে শিখলাম,
ভালোবাসার অসুখ বাঁচায়, তোমার ছোঁয়ায় দেখলাম।
এমন অসুখ সবার হোক, হোক মহামারী,
ভালোবেসে কেউ মরেনা, দেখায় বাহাদুরি।
ভালোবেসে রাধা গেছেন যমুনা পার,
গঞ্জনা সয়েও, পেয়েছেন আনন্দ অপার।
প্রেম কে যদি হীরা ভেবে, রাখো হৃদয় মাঝে,
দূরে থেকেও প্রেমের স্পর্শ বাজবে সকাল সাঁঝে।
সত্যিকারের ভালবাসা কোনো কারণ ছাড়া,
সত্যিকারের ভালোবেসে হবে পাগল পারা;
গভীর প্রেম ডোবায় নাকো, ভাসিয়ে নিয়ে রাখে,
বৃক্ষ যেমন ফুলকে রাখে, নিজের আপন শাখে।
ধর্ম নিয়ে আর দাঙ্গা নয়, প্রেম কে মানো ধর্ম,
প্রেমকে আপন সাথে করেই, করো নিজ কর্ম।
একটা গোটা পৃথিবীতে বইবে ভালোবাসার আলো
হিংসা ভরা পৃথিবীর চেয়ে, সেই পৃথিবী অনেক ভালো।।