ভালবাসার গান।/অনুরাধা চক্রবর্ত্তী।
আগুন নিয়ে অনেক হলো খেলা,
রক্তের রঙে রাঙা হয়ে আছে মাটি,
স্বার্থ হিংসা নাইবা এলো স্লোগানে,
চলো আজ ভাসি ভালবাসার গানে।।
লোভ হিংসা নিয়েছে শত প্রাণ,
নারীর শরীর ছিন্ন ভিন্ন হল,
আজ এসেছি ভালোবাসা নিয়ে,
যদি পারো দরজাটাকে খোলো।
রক্তের রঙে অনেক খেলেছি হোলি,
রক্তের দাম বোতলেই বোঝা যায়,
রক্তের খেলা না হয় বন্ধ হোক,
রক্তদানের শিবিরেই ছুটে আয়।
সকল মানুষ আজ বিপন্ন বড়,
সুখ-দুঃখেই কেটে চলে শুধু দিন,
তাই বলি সবে ছুটে আয় দোর খুলে
না হয় বাজাবি ভালোবাসার বিণ।