তোকে রাখবো ঢেকে গোপন দুখে
আমার হৃদয় মাঝে _
আমার ছোঁয়ায় থাকবি সুখে:
সকাল দুপুর সাঁঝে ।
হাঁটবো যখন, থাকবি সাথে
হাতটা রাখিস আমার হাতে _
অনেক কথা বলবো দুজন
তুইতো হবি আমার সুজন।
এগিয়ে চলার মন্ত্র নিয়ে
দুজন উঠে দাঁড়াবো _
হাওয়ার মতো তীব্র বেগে
সকল বাঁধা মাড়াবো ।।
তোকে রাখবো কেবল হৃদয় মাঝে
সারাজীবন _সকাল সাঁঝে।।
( ১৬সেপ্টেম্বর/২০১৫ )