আমার ভালোবাসার জাহাজ পাড়িদিলো তোর মনের বন্দরে _ /
কতো আছে ধনরত্ন, সাহিত্য কলা, দেখি তোর অন্তরে।/
সবকাজ সেরে ফিরতে হবে, আমাদের সেই চিরভূমিতে _ /
তোর নির্জন গভীর চোখের ভালবাসা, আজও থেমে আছে তুমিতে।/
গভীর রাতে দেখিসনাতো, তারাদের আলোয় জোনাকির খেলায়:/
বেশ তবে চলেআয়, দুজনেতে ভেসে চলি সুরের ভেলায়।/
তুইতো ভুলেইগেলি, ভোরের কাকলি আর শীতল হাওয়া _ /
চলে আয় সেই পথে, যেখানে বিছানো আছে সবুজ ছাওয়া।/
আমার ভালবাসা ছুঁয়ে দিলো তোর অন্তর:
ধরে রাখ, নয়তো সে পাড়িদেবে অন্য বন্দর।।
(১২/০৯/২০২২/ কলকাতা)