# ভালো থেকো হৃদয় #(কলমে অনুরাধা চক্রবর্ত্তী)
ভুলে যাওয়া এত সোজা নয়,
ভুলে যাওয়া দারুন শক্ত কাজ
তাই রইবি বুকের মাঝে,
নাহয় হলি ভালোবাসার তাজ।
একটা সকাল, একটা বিকেল
সম্পর্ক এমন হয়না কোনো,
তোর হৃদয়ে আমার জায়গা আছে,
লুকিয়ে রাখিস, সবাই দেখে পাছে।
ভালোবাসো বেঁচেই থাকে, হৃদয়ের ঘরে,
আমরা গোপন করি, লুকিয়ে রাখি ,
মিথ্যা বলি,ইগোর বশে উল্টো হাঁটি,
তবুও জানি হৃদয় কেঁদেই মরে ।
এমনি করেই ভালো থেকো,
আপন কাজে এগিয়ে চলো,
সকল কাঁটা পায়ে ডোলো,
আপন হৃদয় ভালো রেখো।