তোমায় ভুলতে পারাটা    ভীষন কঠিন কাজ,
                 তাই ভুলতে পারছিনা।
দূরে সরে এসে দেখি      হৃদয়ে রয়েছ একি?
           হৃদয় হতে সরাতে পারছিনা।
আমার ভোরের বাগানে    আমার রাতের সুরে
           রয়েগেছো তুমি, সরানো যাচ্ছেনা।
তোমার ছোঁয়া, তোমার স্মৃতি  আজও মনে টাটকা সবুজ,/
       ওদের মুছে ফেলা যাচ্ছেনা।
একপক্ষের কঠিন কাজ    দুইপক্ষে সহজ কী হয়?
             উত্তরটা মেলাতে পারছিনা।
তোমায় ভুলতে পারাটা    ভীষন কঠিন কাজ
  
        তাই হয়তো ভুলতে পারছিনা।।
(28th August/2022, কলকাতা)