উমা ডেকে বললো সবে, নয়কো দেরি, চলো সবাই তাড়াতাড়ি _ /
প্রতি বছর এমনি করে সাজের ঠেলা, বড্ড লাগে বাড়াবাড়ি।/
লক্ষ্মী যেমন ভীষন ধীরু, সরস্বতীও পাল্লা দিলো _
কার্তিক এর নাটক দেখতেগিয়ে, গণেশ মায়ের কিলও খেলো।/
তবুও আসা প্রতিবছর, ঝড়, জল, মেঘ বন্যা ঠেলে
উমা আসছেন বাপেরবাড়ী, পতি মহেশ্বরকে ফেলে।
সেইযে বছর কোভিদ এলো, সেবারও উমা বাপের ঘরে _ /
চোখের জলে বুক ভেসেযায়, এমনি করেও মানুষ মরে? /
সরস্বতী কাঁদতে থাকে, বিদ্যা বুদ্ধি যাচ্ছে ভেসে _
এমনি করেই ব্রহ্মাণ্ড, ধ্বংস বুঝি হলো শেষে ।
লক্ষ্মী বলে,"মাগো! বাঁচাও ওদের, খড়গ ধরো _
করোনা এর অসুরটা, একেবারেই তুমি মারো।
চোখের জল আঁচলে মুঁছে, দুর্গামা বলেন শেষে _
"মর্তবাসী নয়কো ভীরু, দেখো লড়ছে ওরা হেসে হেসে; /
আমি অসুর বধ করেছি, ওরাও করবে অসুর জয় _
চলো সবাই, স্বর্গে ফিরি, কোভিড কে আর নেইকো ভয় " ।।
( ২০সেপ্টেম্বর/২০২২/কলকাতা)