টাক ঢাকতে আমায় পরে,
           আমরা হলাম টুপি,
আমায় বানিয়ে, ব্যবসা করে,
           দর্জি পাড়ার গুপি।

রাজার মাথায় আমি থাকি,
প্রজার মাথাতেও আমি,
রাজার মাথা ঠান্ডা রাখি ,
     প্রজার মাথায় ঘামি।

যেমন মাথা, তেমনি টুপি,
      মোটা মাথায় মোটা ,
টুপি হয়েই বুঝেছি মানুষ বহুরূপী ;
টুপি হয়েও সইছি আমি অনেকরকম খোঁটা।

আর পারিনা, সইতে বাপু, এতো রকম জ্বালা,
মাথা ঢাকা বন্ধ করে, পালা টুপি পালা।।