তুমি সুনিতা/অনুরাধা চক্রবর্ত্তী।

আজ সুনিতা ফিরছে ঘরে,
অনেকগুলো মাসের পরে।
খুউব ভালো আছে সুনিতা,
সরাসরি জানিয়ে দিল নাশা,
রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
অনেক ত্যাগ ও ধৈর্যের শেষে,
পৃথিবীর মেয়ে ফিরছে দেশে।
রকেট করে আকাশ বেয়ে,
পৃথিবীতে ফিরলো সোনার মেয়ে।
খুউব ভালো থেকো তুমি সুনিতা !
শুধু নারী নও ,তুমি ধরিত্রীর দুহিতা।