তুমি জীবনানন্দ/ অনুরাধা চক্রবর্ত্তী।
ভোরের শীতল হাওয়া দিয়ে যায় তোমার ঘ্রাণ,
শীতের কুয়াশা ভেজা সবুজ কলাপাতা গায় তোমার গান।
ঝরাপালকের স্নিগ্ধ ছোঁয়া আঁকলো তোমার ছবি,
তুমি হাজার বছর পথ হাঁট, তুমি প্রকৃতির কবি।
শীতের কুয়াশা এঁকে দিয়ে গেল ধূসর পান্ডুলিপি,
প্রকৃতির মাঝে খুঁজে পেলে প্রাণ তুমি অপরূপ শিল্পী।
লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে
হয়তো খবর আসে কোন এক নিত্য দিনের প্রাতে।
কবিতায় মেলে সেই ছবি, আত্মঘাতী মানুষের ছবি,
দৈনন্দিন জীবনের গল্প বলো,তুমি বাস্তববাদী কবি।
আবার বছর কুড়ি পরে প্রিয় মানুষের কাছে পেলে,
সময়ের কারণে হয়তো যেতে হয় যারে দূরে ফেলে,
ধানের শীষ ভরা মাঠে কিংবা ধান কাটা শেষ,
হঠাৎ মিলনের সেই দোলা মনে রেখে যায় রেশ।
একটি একটি করে সাতটি তারা উঠবে যখন আকাশে,
কিশোরীর কেশে সন্ধ্যা নামবে গন্ধ ছড়াবে বাতাসে;
সেইক্ষণে কাজ ফুরিয়ে গিয়েছে, নেই কোন লেনদেন,
সেইখানে আনে শান্তি প্রবাহ, তোমার বনলতা সেন।
রুক্ষ পৃথিবী প্রেমহীন আজ,নেই চির-আনন্দ।
সেইখানে তুমি একা জেগে রও, তুমি জীবনানন্দ।।