তুমি বনমালী আমি রাধা
না হয় আজ একটু বাসলে ভালো
না হয় আজ নাইবা হলো কাজ,
না হয় আজ শুধুই বললে কথা
না হয় আজ দেহে ভরুক সাজ।
তোমার আমার একটা জীবন মোটে,
যদি পারো পরজনমে এসো,
তখন আমি তোমার প্রিয়া হবো,
তখন না হয় অনেক ভালোবেসো।
তখন না হয় তুমি কৃষ্ণ হবে ,
তখন না হয় তোমার হাতের বেনু
সাঁঝের আগে বাজবে অনেক দূরে,
তখন আমি তোমার রাধা হব
ধবলি না হয় তখন হবে ধেনু।
তখন না হয় অফিস নাইবা গেলে,
তখন না হয় কাছেই শুধু থেকো,
তখন আর নাইবা গেলে দূরে,
আমার হৃদয় ভরুক না হয়,
তোমার বাঁশির সুরে।।