জন্মদিনের সাঁঝে _ভাবছি,মনের মাঝে
      আজো আছো তেমনি তুমি ।
সকাল থেকে রাত_দুপুরে যখন খেলাম ভাত:
  তুমিই ছিলে মনের মাঝে তুমি।
  
আসেনা চোখে জল, আগে করতো টলমল
তবুও আছো সারাদিন, মনের মাঝে তুমি;
ভাবছি মনে দেবো তালা, সাথে কানও করবো কালা
  তবুও থাকবে মনের মাঝে তুমি?

সেদিন ভোরে স্বপ্নে দেখি_তুমি এসে হাসছো, সেকি?/
অনেকদিনতো চলেগেছো তুমি _
ওকে, অনেক হলো খেলা _চলেও গেলো বেলা:
থাকো মা"গো মনের মাঝেই তুমি।।

(10th Nov 2017/সল্টলেক)