আমার মনের অন্তঃপুরে তোমার ভালোবাসা _
থেমে আছে মেঘের মতো, হয়তো গোপন আশা।
স্বপ্নহারা,ভাষাহারা, আশাগুলো চলে _
"একা একা চলছি আমি", আমায় ডেকে বলে।
তোমার চোখ, তোমার ভাষা, সব মিলেছে সেথা_
মিলেমিশে করবেটা কী? জানি এসব বৃথা।
তবু রয়েযায় ভালোবাসা, বুকের অন্তঃপুরে _ সকাল সন্ধ্যা আমায় ডাকে, তোমার গাওয়া সুরে।