# ঠিক ও ভুল #
কেমন করে বলবো বল কোনটা সঠিক কোনটা ভুল?
ছেলে ছোকরা টাকলা হচ্ছে,আবার ছেলেরাই রাখছে চুল।
সেদিন দেখি একটা দাদু মাথায় রেখেছে বিশাল চুল,
বাসের মধ্যে গলদঘর্ম,ঘাম পরছে কুলকুল।
মা বলতো ধর্ম ধর্ম করতে নেই,ধর্মকে বুকে রাখো
সব ধর্মকে শ্রদ্ধা করতে ছোটবেলা থেকেই শেখো।
বাবা বলতো ধর্ম পথ, সব পথ মিলবে মূল শক্তিতে
কোন ধর্মকেই কটাক্ষ নয়, সব ধর্মকে রাখো ভক্তিতে।
যুগের বদল দারুন বদল ধর্ম এখন বিক্রি হয়,
ধর্মের বুলি বিক্রি করে, বয়স্করাই মেডেল পায়।
তুমি ভুলে'গেছো, মানুষ আগে, দূরে থাকুক ধর্ম,
হতাশা আনে ধর্মে''তে রোষ, গায়ে চাপাও মোটা বর্ম।
প্রতিবাদে কাজ হয়না, শক্তি ও আইন দেখাতে হয়,
স্নেহ ভালোবাসা ভুলে, হিংসাতে পৃথিবী করবে লয়।
কটাক্ষ করে কতো দূর যাবে,ছোটদের করো হিংসা
অল্প জ্ঞানী -ছোটদের সাথে তোমার তবে কিসের প্রতিহিংসা?
কে কোথায় কি বলেছে, কোনটা সঠিক কোনটা ভুল,
সেগুলোই তোমার লেখায়, কবিতার চুলবুল।
স্বামীজি ছিলেন বাঙালি সন্ন্যাসী, নাকি ছিলেন হিন্দু?
কোন্ প্রচারে আনন্দ পাও,কিসে দেখো সপ্ত সিন্ধু?
ভালোবাসো সকল মানুষ, রবীন্দ্র নজরুল আজও বহমান,
নব প্রজন্ম শুধু ভালোবাসে,ভাবতে বসেনা কে মুজিবর রহমান।
ভালবাসো ছোটদেরও ,হিংসা নাইবা করলে আর,
এতো কটাক্ষ- বিদ্রুপ, এটাই তোমার জ্ঞানের ভার।
এতো ভার নিয়ে কীভাবে চলবে? ভার ফেলে যাও সরে,
দেখবে ধর্ম নয়, সকল মানুষ ভালোবাসা দেবে ভরে। (কলমে অনুরাধা চক্রবর্ত্তী।)