তারা আসে , তারা ফিরে যায়/
আমার রাতের তারা রোজ আসে আমার মনের আকাশে,
ক্লান্ত,স্তব্ধ মনের আকাশে ওরা এসে উঁকি দিয়ে যায়,
এমনি কতো তারা আসে, আবার চলেও যায় ,
কোথায় চলে যায় আমি বলতে পারবোনা, তবে
আমার মনের আকাশ, তাকে ধরে রাখেনা, মনে রাখেনা, তাই সে চলে যায়, হারিয়ে যায়। আমি চাই সব তারা গুলোই জ্বল জ্বল করুক মনের আকাশে, আমায় আলোকিত করুক তাদের কিরণে। কিন্তু তেমন হতে দেখিনা,আমার কক্ষপথ
থেকে, সেগুলো হয়তো অন্য কক্ষ -পথে চলে যায়।
শত শত তারার মাঝে, আমি পড়ে রই একা,
জানিনা আমি কবে পাবো, মনের তারার দেখা।।